টুইটারও পুরুষতান্ত্রিক!

ফেইসবুক, গুগল আর ইয়াহুর পর পুরুষতান্ত্রিক প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় যোগ হল মাইক্রোব্লগিং সাইট টুইটার। কর্মক্ষেত্রে নারী কর্মীর সংখ্যা যে জরুরীভিত্তিতে বাড়ানো দরকার সেটাও স্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2014, 02:22 PM
Updated : 25 July 2014, 02:22 PM

বিবিসি জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানের কর্মীদের লিঙ্গ ও জাতীগত বৈচিত্র বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে টুইটার। ওই প্রতিবেদন অনুযায়ী মাইক্রোব্লগিং সাইটটির কর্মীদের মধ্যে শতকরা ৩০ শতাংশ নারী।

প্রায় একই অবস্থা ফেইসবুক, গুগল ও ইয়াহুতেও। ফেইসবুকের শতকরা ৩১ শতাংশ কর্মী নারী। গুগল আর ইয়াহুর নারী কর্মীর সংখ্যা যথাক্রমে ৩0 ও ৩৮ শতাংশ।

টুইটারের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় পদগুলোতে এই লিঙ্গ বৈষম্য আরো প্রকট। প্রযুক্তিজগৎ বিশেষ করে মার্কিন বাজারে নারীদের তুলনায় পুরুষদের আধিপত্য বেশি।

এমন প্রেক্ষাপটে ব্যতিক্রম ইয়াহু সিইও মারিসা মেয়ার, হিউলেট প্যাকার্ড সিইও মেগ হুইটম্যান এবং ফেইসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ। নিজ নিজ প্রতিষ্ঠানে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন এই নারীরা।