অ্যাপলের লাভ ৭৭৫ কোটি ডলার

বছরের দ্বিতীয় প্রান্তিকে কেবল আইফোন বিক্রি করেই অ্যাপলের লাভের খাতায় যোগ হয়েছে ৭৭৫ কোটি ডলার। ওই তিন মাসে বিশ্বব্যাপী ৩ কোটি ৫২ লাখ আইফোন বিক্রি করেছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।

আব্দুল্লাহ জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2014, 02:04 PM
Updated : 23 July 2014, 02:04 PM

নিউনিয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের সুদিনের পেছনে অবদান আছে ম্যাক কম্পিউটারেরও। তিন মাসে ৪৪ লাখ ম্যাক বিক্রি করেছে অ্যাপল। যা প্রযুক্তি বিশ্লেষকদের ভবিষ্যতদ্বাণীর থেকে ৫ লাখ বেশি।

আইফোন থেকে অ্যাপলের এই সাফল্যের পেছনে চীনের স্মার্টফোন বাজারের বড় একটা ভূমিকা আছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তবে ওই একই সময়ে বিক্রি কমেছে আইপ্যাডের তুলনায়। ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে আইপ্যাডের বিক্রি কমেছে ৯ শতাংশ।

এদিকে অ্যাপলের লাভের অংক বাড়তে থাকলেও পিছিয়ে পরছে মূল প্রতিদ্বন্দ্বী স্যামসাং। কম দামের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনেক ক্ষেত্রেই পেড়ে উঠছে না দক্ষিণ কোরিয়ার এই ইলেকট্রনিক্স জায়ান্ট।