পণ্য কেনা যাবে ফেইসবুক থেকে

জনপ্রিয় সোশাল নেটওয়ার্ক সাইট ফেইসবুকে আসছে ‘বাই’ বাটন। নিজস্ব ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অপশনটির সাহায্যে কোনো বিজ্ঞাপন থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন ব্যবহারকারীরা। থাকছে অনলাইনে মুল্য পরিশোধের সুবিধাও।

মামুনুর রশীদ শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2014, 12:43 PM
Updated : 21 July 2014, 12:43 PM

ফেইসবুকনির্ভর বিজ্ঞাপনগুলোতে এই অপশনটি থাকবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। ফেইসবুকের কম্পিউটার ও মোবাইল উভয় সাইটেই ব্যবহার করা যাবে অপশনটি। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষাধীন আছে এই অপশন।

অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ফিচারটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে ফেইসবুক। তবে একাধিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীরা নিজেদের ক্রেডিট বা ডেবিটকার্ড সম্পর্কিত তথ্য সংরক্ষণ করতে পারবেন ফেইসবুকে।

এ বছরের মে মাসে টুইটারেও যোগ হয়েছে এই ফিচারটি, জানিয়েছে গার্ডিয়ান। এ ছাড়াও টুইটের মাধ্যমে সরাসরি শপিংকার্টে পণ্য যোগ করার সুবিধা দিয়েছে অনলাইন শপিং সাইট অ্যামাজন ডটকম।