শারীরিক আচরণেই ডিভাইস আনলক

ব্যবহারকারীদের স্বতন্ত্র আচরণে আনলক হবে কম্পিউটার, মোবাইলসহ নানান ডিভাইস। পাশাপাশি ধরতে পারবে ব্যবহারকারীদের মাতলামো বা অন্যান্য শরীরিক সমস্যা।

মামুনুর রশীদ শিশিরবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2014, 02:55 PM
Updated : 20 July 2014, 02:55 PM

ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের গবেষক অ্যাড্রিয়ান নিল জানালেন প্রত্যেক ব্যবহারকারীর টাইপ করার গতি, মাউস, মোবাইল ব্যবহারের আলাদা প্যাটার্ন থাকে। গবেষকরা ওই আচরণগুলোর নাম দিয়েছেন ‘ইলেক্ট্রনিক্যালি ডিফাইনড ন্যাচারাল অ্যাট্রিবিউটস’, সংক্ষেপে ইডিএনএ(eDNA)।

ইলেকট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড হিসেবে এই ইডিএনএ ব্যবহার করার প্রযুক্তি বের করেছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

গবেষকরা বলছেন, স্বতন্ত্র আচরণগুলোর পরিবর্তন থেকে ব্যবহারকারীর শারীরিক অবস্থার পরিবর্তনও সনাক্ত করা যাবে। আর আগামী তিন মাসের মধ্যে ব্যবহারকারীর হার্ট অ্যাটাকের আশঙ্কাও সনাক্ত করতে পারবে নানানরকম ডিভাইস।

"তবে স্বাভাবিকভাবেই ব্যবহারকারীরা নিজেদের আচরণবিধি মনিটর করার বিষয়টি পছন্দ করবেন না", বললেন রয়েল হলোওয়ে'র ইনফর্মেশন সিকিউরিটি গ্রুপের সদস্য অধ্যাপক ক্রিস মিশেল।

বিষয়টি এই প্রযুক্তিটির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।