রকেট হামলার খবর দেয় অ্যাপ

‘‘যদি অ্যাপটির প্রয়োজন না পড়ত’’-- আক্ষেপ করে এমনটাই বললেন, ‘রেডঅ্যালার্টইসরায়েল’ অ্যাপের ডেভলপার অ্যারি স্প্রাং। ইসরায়েলে সম্ভাব্য রকেট হামলার বিষয়ে নাগরিকদের সাবধান করে থাকে এই অ্যাপটি।

আজরাফ আল মূতীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2014, 12:04 PM
Updated : 16 July 2014, 12:04 PM

এক প্রতিবেদনে এবিসিনিউজ জানিয়েছে, ‘রেডঅ্যালার্টইসরায়েল’ অ্যাপটিতে সম্প্রতি ‘ইয়ো’ অ্যাপের ফিচারও ব্যবহার করা হচ্ছে।

বিশ্বে ছড়িয়ে থাকা বিশেষ এই অ্যাপটির হাজারো গ্রাহকের মাধ্যমে ইসরায়েলে সম্ভাব্য রকেট হামলার সতর্কবাণী পেয়ে থাকেন। তবে অ্যাপটির গ্রাহক যদি ইসরায়েলে থেকে থাকেন, তাহলে সতর্কবাণীর পাশাপাশি সাইরেনের শব্দও শোনায় অ্যাপটি, যাতে গ্রাহকরা সঠিক সময়ে নিরাপদ অবস্থানে পোঁছাতে পারেন।

এবিসি নিউজের তথ্য অনুসারে, এই মাসের শুরুর দিকে অ্যাপটির সঙ্গে ইয়ো অ্যাপের ফিচারও যোগ করা হয়েছে। বর্তমানে সম্ভাব্য প্রতিটি রকেট হামলার সতর্কবাণীর পাশাপাশি ইসরায়েলি গ্রাহকরা এখন ‘ইয়ো’ বার্তাও পাচ্ছেন।

স্প্রাং জানিয়েছেন, অ্যাপটিকে সতর্কবাণী পাঠানোর বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীগুলো থেকে তথ্য নিয়ে থাকে। তবে নিরাপত্তার কারণে তিনি আর কোনো তথ্য জানাতে রাজি হননি বলেই জানিয়েছে এবিসিনিউজ।

তবে স্প্রাং জানিয়েছেন, তিনি সেদিনের অপেক্ষায় রয়েছেন, যেদিন তাকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে আর অংশ নিতে হবে না।

“যদি অদূর ভবিষ্যতে অ্যাপটিকে মুছে দিতে পারতাম!”