৬৪-বিট চিপে যাচ্ছে অ্যান্ড্রয়েডও

প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে ৬৪-বিটের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছে প্রসেসর নির্মাতা এআরএম। আর এর একটি বড় কারণ আরএমের তৈরি ৬৪ বিটের চিপে ৩২-বিটের কোডও পাচ্ছে বাড়তি গতি।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 01:51 PM
Updated : 26 April 2014, 10:36 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোন আর ট্যাবলেট নির্মাতারা হঠাৎ করেই ৬৪-বিটের ডিজাইনের দিকে এতটাই ঝুঁকেছেন যে, বিস্মিত হয়েছেন খোদ ৬৪-বিট চিপ প্লাটফর্মের নির্মাতারা। বুধবার সিনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এআরএমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টম ল্যান্টশ।

বাজারের সিংহভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন আর ট্যাবলেটে নির্মাতা ব্যবহার করেছেন এআরএমের তৈরি প্রসেসর।

নির্মাতাদের মধ্যে ৬৪-বিটের চিপের চাহিদা নিয়ে লান্টশ বলেন, “৬৪-বিটের মোবাইল পণ্যের চাহিদা বাড়ছেই। ৬৪-বিটের চিপের মোবাইলকেন্দ্রিক প্রযুক্তি হিসেবে ব্যবহারে যেভাবে বাড়ছে তাতে আমরা সত্যিই বিস্মিত।”

সিনেট জানিয়েছে, অ্যাপল আইফোনে ৬৪-বিটের এ৭ প্রসেসর ব্যবহার শুরু করার পর থেকেই মোবাইল প্রযুক্তি দুনিয়ার চোখ এখন সেদিকেই। একই সময়ে ৬৪-বিটের চিপ নির্মাণের ঘোষণা দিয়েছিল এআরএমও।

অ্যান্ড্রয়েড ওএসের ৬৪-বিটের ভার্সন কবে আসবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও এরআরএমের ৬৪-বিটের করটেক্স-এ৫৩ চিপে যে ৩২-বিটের কোডও অনায়াসে চলবে তা নিশ্চিত করেছেন লান্টশ। শুধূ তাই নয়, এআরএমের ৬৪-বিটের চিপে আরও দ্রুতগতিতে চলবে ৩২ বিটের কোডগুলো।