২৫ এপ্রিল নতুন মালিকানায় নোকিয়া

২৫ এপ্রিল মালিকানা হাতবদল হয়ে মাইক্রোসফটের অধীনে যাচ্ছে সাবেক শীর্ষ মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। ৭.২ বিলিয়নের ডলারের বিনিময়ে ফিনিশ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে মার্কিন সফটজায়ান্ট।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 12:25 PM
Updated : 22 April 2014, 12:25 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট নোকিয়া কিনে নেওয়ার ঘোষণা দিয়েছিল ২০১৩ সালে সেপ্টেম্বরে। মার্চ মাসেই নোকিয়া মালিকানা হাতবদলের সব কাজ শেষ হওয়ার কথা ছিল।

তবে এশিয়ার ‘অ্যান্টিট্রাস্ট অথরিটি’ পুরো লেনদেন বিবেচনা করে দেখতে সময় নেওয়ায় পিছিয়েছে সময়।

৭.২ বিলিয়ন ডলারের বিনিময়ে নোকিয়ার একাধিক পেটেন্ট করা প্রযুক্তিও যাবে মাইক্রোসফটের মালিকানায়। সিনেটের প্রতিবেদন অনুযায়ী, মালিকানা হাতবদলের পর নোকিয়ার নাম বদলে ‘Microsoft Mobile Oyj’ করার পরিকল্পনা আছে মাইক্রোসফটের।