মাইক্রোসফটের নতুন প্রেজেন্টেশান অ্যাপ

নতুন প্রেজেন্টেশান অ্যাপ ‘অফিস মিক্স’ নিয়ে পরীক্ষা চালাচ্ছে মার্কিন সফটজায়ান্ট মাইক্রোসফট। অফিস স্যুট অ্যাপ পাওয়ারপয়েন্ট ব্যবহার করে ‘ইন্টারঅ্যাকটিভ প্রেজেন্টেশন’ এবং বিশ্লেষণমুখী ডেটা সরবরাহ করবে অফিস মিক্স।

আব্দুল্লাহ জায়েদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 12:22 PM
Updated : 22 April 2014, 01:10 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপ্লিকেশনটি নতুন একটি অ্যাড-অন ইনস্টল করবে, যা দিয়ে রেকর্ড করা যাবে অডিও, ভিডিও, এবং হাতের লেখা । মূলত শিক্ষা উপকরণকেন্দ্রিক বাজারের কথা মাথায় রেখেই অ্যাপটি বানিয়েছে মাইক্রোসফট।

সিনেটের প্রতিবেদন অনুযায়ী, টাচ স্ক্রিন ডিভাইস আর ওয়েবক্যামের সঙ্গেই অফিস মিক্সের ব্যবহার হবে সবচেয়ে লাভজনক। ব্যবহারকারীরা রেকর্ড করতে পারবেন স্ক্রিনে হাতের লেখা, এবং প্রেজেন্টেশন। টাচস্ক্রিন ডিভাইস না থাকলে স্লাইডে লেখা সম্ভব হবে না ব্যবহারকারীদের জন্য।

সিনেটের জানিয়েছে, ২০১৩ সালের কোম্পানি মিটিংয়ে পরবর্তী প্রজন্মের অফিস অ্যাপ দেখিয়েছিল, যা কোড নেইম ছিল ‘রিমিক্স’। অফিস মিক্স আদতে ওই রিমিক্স অ্যাপ এমনটাই ধারণা করছে সিনেট।