রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডে

এখন থেকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত যে কোনো স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটার। শর্ত হচ্ছে দুপ্রান্তেই সচল থাকতে হবে ইন্টারনেট সংযোগ।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 01:55 PM
Updated : 19 April 2014, 01:55 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের জন্য রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন অবমুক্ত করেছে ইন্টারনেট জায়ান্ট গুগল। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে ডেস্কটপের বিভিন্ন প্রোগ্রাম চালানো কিংবা নিয়ন্ত্রণ করা যাবে।

২০১১ সালে প্রথম ক্রোম রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন অবমুক্ত করে গুগল। এতে একটি কম্পিউটার থেকে দূরবর্তী স্থানের ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারে প্রবেশ করা যেত।

উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমের যে কোনো ডিভাইসে কাজ করবে এ অ্যাপ্লিকেশন। সেবাটি পেতে গুগল প্লে থেকে অ্যান্ড্রয়েড রিমোট অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগলের অফিসিয়াল পেইজে জানানো হয়েছে, ‘ক্রোম রিমোট ডেস্কটপ’ ইনস্টল করলে রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহারের উপযোগী হবে।

স্মার্টফোন থেকে ডেস্কটপে প্রবেশের আগে পিন কোড দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

এর আগে আইপ্যাডের জন্য রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন Parallels Access অবমুক্ত করেছিল টেক জায়ান্ট অ্যাপল।