সেলফোন চার্জ ৩০ সেকেন্ডে!

সাধারণত একদিনেই স্মার্টফোনে ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়। আর সে ব্যাটারি আবার চার্জ করতে সময় লাগে প্রায় এক ঘণ্টা। আগামীতে এক ঘণ্টার এ কাজটি যাতে ৩০ সেকেন্ডে করা যায় সে প্রযুক্তি উদ্ভাবন করেছে ন্যানো টেকনোলজিভিত্তিক প্রতিষ্ঠান স্টোরডট।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2014, 11:48 AM
Updated : 9 April 2014, 11:48 AM

ইউটিউবে প্রকাশিত এক ভিডিও ফুটেজে প্রতিষ্ঠানটি দেখিয়েছে, কীভাবে স্মার্টফোনে ৩০ সেকেন্ডে চার্জ করা যায়। ভিডিও ফুটেজসহ খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

এ সম্পর্কে স্টোরডট এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ডোরন মিয়ারসডরফ সিএনএনকে বলেন, “টেল এভিভ ইউনিভার্সিটিতে ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণার ফলে এ প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। গবেষণার সময় দেখা গেছে, ব্যাটারি চার্জ করার সময় অ্যামিনো এসিড আলাদা হয়ে যায়। আমরা সে অ্যামিনো এসিড ও পেপটিডস থেকে তৈরি করেছি ন্যানোক্রিস্টাল। ফলে এ প্রযুক্তি মোবাইলফোনের ব্যাটারির মতো বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে।”

তিনি আরও জানান, শুধু ব্যাটারি চার্জ করা নয়, আউটলেটে সেলফোন থেকে চার্জার খুলে ফেললেও চার্জ হতে থাকবে ব্যাটারিতে।

এখন চ্যালেঞ্জ হচ্ছে, এই প্রযুক্তিকে স্মার্টফোনে ব্যবহারের উপযোগী করে তোলা। কারণ ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্যামসাংয়ের একটি স্মার্টফোনে সংযুক্ত ব্যাটারির সাইজ হচ্ছে প্রায় একটি সিগারেটের বাক্সের সমান।

আগামী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে স্মার্টফোনে চার্জের জন্য এ প্রযুক্তি বাজারজাত করতে পারে।