কোডিংয়ে উৎসাহ যোগাতে নামলেন গেটস-জাকারবার্গ

শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও কোডিং শিখতে উৎসাহ যোগাতে এগিয়ে এসেছেন টেক জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সোশ্যাল মিডিয়া ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি গুরুরা। টেকট্রি জানিয়েছে, শিক্ষার্থীদের প্রোগ্রামিং এবং কোডিং শেখাতে উদ্বুদ্ধ করতে কোডডটঅর্গ (Code.org) এর পক্ষ থেকে তৈরি এক ভিডিওতে অংশ নিয়েছেন এই দুই টেক গুরুর মতো অনেকেই।

আব্দুল্লাহ জায়েদ প্রদায়ক, প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2013, 01:47 AM
Updated : 4 March 2013, 04:07 AM

কোডডটঅর্গ একটি অলাভজনক প্রতিষ্ঠান। তরুণ শিক্ষার্থীদের প্রোগ্রামিং এবং কোডিং শেখাতে কাজ করে প্রতিষ্ঠানটি। ভিডিওটিতে বিল গেটস এবং মার্ক জাকারবার্গ ছাড়াও অংশ নেন ভালভ সফটওয়্যারের গেব, ব্ল্যাক আইড পিসের উইল.ই.আম, টুইটারের জ্যাক ডরসি এবং বাস্কেটবল খেলায়ার ক্রিস বস।

ভিডিওটিতে অংশ নেয়া সবাই শিক্ষার্থীদের কোডিং শিখতে উদ্বুদ্ধ করেন। ছোট ছোট কোডিং দিয়ে শুরু করে কিভাবে সফলতার শীর্ষে পৌঁছেছেন, তা খুলে বলেন গেটস ও জাকারবার্গ। ২৬ ফেব্রুয়ারি ইউটিউবে পোস্ট করা হয়েছিলো ভিডিওটি। ইতোমধ্যেই এটি জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিনের মধ্যেই ৬০ লাখেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি।