দুবাইয়ে উড়লো স্বচালিত উডুক্কু ট্যাক্সি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের প্রথম পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে স্বচালিত এয়ার ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ভোলোকপ্টার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 02:33 PM
Updated : 26 Sept 2017, 02:33 PM

ড্রোনের মতো দেখতে বিশাল এই যানে রয়েছে দুটি আসন আর ১৮টি প্রপেলার। নয়টি ব্যাটারি দিয়ে চলা এই আকাশযান একবার চার্জে টানা আধা ঘণ্টা উড়তে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

এখনও পরীক্ষামূলক অবস্থায় থাকায় এই আকাশযানের কোনো নাম দেওয়া হয়নি। এই পরীক্ষা পাঁচ বছর ধরে চালানো হবে ও এতে চালক অন্তর্ভূক্ত করা হবে।

ভোলোকপ্টার-এর লক্ষ্য হচ্ছে একট স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবারের মতো হেলিকপ্টার সেবা দেওয়া।

যাত্রীদের যাতায়াতে ভোলোকপ্টারকে ভবিষ্যৎ হিসেবে দেখছে দুবাই।