ডেলিভারলুর সংগ্রহে সাড়ে ৩৮ কোটি ডলার

নতুন তহবিলে ৩৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে খাদ্য সরবরাহকারী ব্রিটিশ প্রতিষ্ঠান ডেলিভারলু।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 03:18 PM
Updated : 24 Sept 2017, 03:18 PM

রোববার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, দেশটির বিভিন্ন নতুন অঞ্চলে ও দেশের বাইরে ব্যবসায়ের পরিসর বিস্তৃত করতে এই অর্থ ব্যয় করা হবে। এই তহবিল যোগানোর ফলে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য দুইশ’ কোটি ডলার ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী ১২টি দেশে দেড়শ’রও বেশি শহরে ডেলিভারলু’র কার্যক্রম রয়েছে।

এই তহবিল যোগানোর ক্ষেত্রে উপদেষ্টা হিসেবে কাজ করেছে টি. রোয়ি প্রাইস অ্যাসোসিয়েশন এবং ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ কোম্পানি।

ট্যাক্সি অ্যাপ উবারের মতো এই অ্যাপটি লন্ডনে ইউনিয়নগুলোর সমালোচনার মুখে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। ইউনিয়নগুলোর দাবি, প্রতিষ্ঠানটি চালকদের মৌলিক সুরক্ষা দিচ্ছে না।

এর আগে ডেলিভারলু’র পক্ষ থেকে বলা হয়েছিল, সরকার আইন বদলালে তারা স্বনির্ভর চালকদের ইনসুরেন্স ও স্বাস্থ্য ভাতা প্রদান করবে।