চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের লাভ ১৩৬০ কোটি

চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠান পরিচালনায় ১৩৬০ কোটি মার্কিন ডলার  লাভ হয়েছে স্যামসাংয়ের, রোববার এমনটা জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান ফনগাইড ইনকর্পোরেটেড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 02:15 PM
Updated : 24 Sept 2017, 02:15 PM

স্থানীয় ২৩টি দালালি প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে গবেষণা চালিয়েছে ফনগাইড। তাদের ধারণামতে এ যাবত চলতি প্রান্তিকে প্রতিষ্ঠানের পরিচালন লাভ দাঁড়িয়েছে ১৩৬০ কোটি মার্কিন ডলার।

তিন মাস আগে ধারণা করা হয়েছিল এই প্রান্তিকে স্যামসাংয়ের লাভ হবে ১২০০ কোটি মার্কিন ডলার।

সম্প্রতি চতুর্থ প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন লাভের নতুন ধারণা করা হয় ১২৯০ কোটি মার্কিন ডলার। বলা হচ্ছে এই ধারণাকেও ছাড়িয়ে যাবে স্যামসাং।

বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের পরিচালন লাভ বলা হয়েছে ১২৫০ কোটি মার্কিন ডলার।

সাম্প্রতিক সময়ে সেমিকন্ডাক্টর ব্যবসা বাড়ায় লাভও বেড়েছে স্যামসাংয়ের। চতুর্থ প্রান্তিকেও প্রতিষ্ঠানের সেমিকন্ডাক্টর বাজার মজবুত থাকছে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রান্তিকে স্মার্টফোন ব্যবসা থেকে কেমন আয় হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ফনগাইড।

সম্প্রতি ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি নোট ৮ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এখনও সব বাজারে ডিভাইসটি না আসায় বাজারে এর প্রভাব নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।