এল আইওএস ১১-এর পাবলিক বেটা

আসন্ন আইওএস ১১ আপডেট যারা পরীক্ষা করতে চান, তারা এখন অ্যাপল ওয়েবসাইট থেকে এই অপারেটিং সিস্টেমটির পাবলিক বেটা সংস্করণ ডাউনলোড করতে পারবেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 12:07 PM
Updated : 28 June 2017, 12:07 PM

চলতি মাসের শুরুতে অ্যাপল ডেভলপারদের নিয়ে অনুষ্ঠিত অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ডাব্লিডাব্লিউডিসি-এ আইওএস ১১-এর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 

এই আপডেটের ফলে ব্যবহারকারীরা ইনফো ও মিডিয়া অ্যাপগুলোর মধ্যে ‘ড্র্যাগ অ্যান্ড ড্রপ’ করতে পারবেন, আইপ্যাডের ডক আরও বাড়াতে পারবেন যাতে আরও বেশি অ্যাপ রাখা যায়। সেই সঙ্গে এতে একই সঙ্গে তিনটি অ্যাপে কাজ করার সুযোগ থাকছে। আইক্লাউড ও অন্যান্য থার্ড পার্টি অ্যাপগুলোর মধ্যে সিঙ্ক করে একটি ফাইল ব্যবস্থাপনা সিস্টেমও রয়েছে, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।   

এতে বিল্ট-ইন স্ক্রিন ক্যাপচার, আরও মজবুত ও পরিবর্তনযোগ্য কনট্রোল সেন্টার লেআউট ও সিরি’র ভাষা অনুবাদ ফিচার আনা হচ্ছে।

বেটা সফটওয়্যারে অনেক বাগ থেকে যাওয়ার শঙ্কা আছে, এ কারণে এটি ইনস্টলের আগে নিজের ডিভাইসের ফাইলগুলো ব্যাক আপ রেখে নেওয়া ভালো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর সেপ্টেম্বরে অ্যাপল ইভেন্টে আনুষ্ঠানিকভাবে আইওএস ১১-এর মূল সংস্করণ বাজারে ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।