এলজি ফোনে দুই ডিসপ্লে

দুই ডিসপ্লের নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান এলজি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 01:58 PM
Updated : 28 May 2017, 01:58 PM

চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৩০ উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটির, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

নতুন এই স্মার্টফোনটি নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু গুজব শোনা গেছে। এবার এটির ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস। এর আগেও বেশ কয়েকবার সঠিকভাবে স্মার্টফোনের তথ্য ফাঁস করায় পরিচিতি রয়েছে তার।

এক টুইট বার্তায় নতুন স্মার্টফোনটির নকশা প্রকাশ করেছেন ব্লাস। এতে দেখা গেছে মূল পর্দার নিচে আরেকটি পর্দা রয়েছে ভি৩০-এর। মূল পর্দা স্লাইড করে ওপরে ওঠালে ভেতরের পর্দাটি বের হয়। দ্বিতীয় এই পর্দাটি কিবোর্ড, সার্চ রেজাল্ট বা বাড়তি নিয়ন্ত্রণের বাটন হিসেবে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে নতুন স্মার্টফোনটিতে এলসিডি-এর পরিবর্তে এলইডি পর্দা ব্যবহার করবে নির্মাতা প্রতিষ্ঠানটি।

টুইট বার্তায় ব্লাস বলেন, “তিনি নিশ্চিত নন এলজি এখনও একই নকশা নিয়ে কাজ করছে কিনা?”

ব্ল্যাকবেরি প্রিভ-স্মার্টফোনের মতোই স্লাইড করা যাবে এলজি-এর স্মার্টফোনটি। তবে, স্লাইড করে ব্ল্যাকবেরির মতো কিবোর্ড আনার পরিবর্তে বাড়তি পর্দা রেখেছে প্রতিষ্ঠানটি। অনেকে ধারণা করছেন নতুন এই পর্দাটি অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো-এর টাচবার-এর মতো অ্যাপভিত্তিক নিয়ন্ত্রণ বাটন সুবিধা দেবে।

পর্দা ছাড়াও ক্যামেরায় ভিন্নতা থাকতে পারে বলে ছবি থেকে ধারণা পাওয়া গেছে। ছবিতে দেখা যায় চারটি ক্যামেরা লেন্স রয়েছে এই ডিভাইসটিতে।