স্পেসএইপ-কে কিনল ক্ল্যাশ অফ ক্ল্যানস নির্মাতারা

লন্ডনভিত্তিক গেইম স্টুডিও স্পেসএইপ-এর বড় একটি অংশ কিনে নিয়েছে মোবাইল গেইম নির্মাতা ফিনিশ প্রতিষ্ঠান সুপারসেল, নিজেদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 11:50 AM
Updated : 24 May 2017, 11:53 AM

২০১২ সালে প্রতিষ্ঠিত স্পেসএইপ সামুরাই সিজ, রাইভাল কিংডমস আর ট্রান্সফরমার: আর্থ ওয়ারস গেইমের নির্মাতা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সুপারসেল মোট নয় কোটি ডলারের বিনিময়ে তাদের ৬২ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

এই ক্রয় সত্ত্বেও স্পেসএইপ একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হওয়া অব্যাহত রাখবে, চুক্তিতে এমনটা বলা হয়েছে। এই একই উপায়ে সুপারসেলও তাদের মালিক প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড-এর সঙ্গে একইভাবে পরিচালিত হয়।

স্পেসএইপ প্রধান নির্বাহী বলেন, “সুপারসেল আমরা যেভাবে কাজ করি সেভাবেই করে: ছোট ও সহযোগী দলে… আমরা আমাদের নিজেদের ভাগ্যের নিয়ন্ত্রক আর আমরা যেভাবে উপযুক্ত মনে করব সেভাবে আমাদের প্রতিষ্ঠান পরিচালনার স্বাধীনতা রাখি।”

সুপারসেল প্রধান নির্বাহী ইকা পান্যানেন টুইটার অ্যাকাউন্টে এই চুক্তি নিশ্চিত করেছেন।

এর আগে সুপারসেল ফিনিশ গেইম স্টার্টআপ ফ্রগমাইন্ড আর শিপইয়ার্ড গেইমস-কে কিনে নেয়।

২০১২ সালে বের হওয়া সুপারসেল-এর যুদ্ধকৌশল গেইম ক্ল্যাশ অফ ক্ল্যানস বের করার পর তা সবচেয়ে বেশি আয় করা অ্যাপগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে আসে।