রাশিয়ায় উইচ্যাট নিষিদ্ধ

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করেছে রাশিয়া।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2017, 02:54 PM
Updated : 6 May 2017, 02:56 PM

উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে চীনা অ্যাপটির পরিচালকরা নিবন্ধন নিতে ব্যর্থ হয়েছে বলেই দাবি রুশ কর্তৃপক্ষের।

রুশ টেলিযোগাযোগ পর্যবেক্ষক সংস্থা রসকোমনাদজর-এর মুখপাত্র ভাদিম অ্যামপেলোনস্কি শুক্রবার বলেন, “কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধন করতে প্রয়োজনীয় যোগাযোগের তথ্য দেয়নি উইচ্যাট”, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া’র প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।  

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, উইচ্যাট চীনের একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ আর বিভিন্ন দেশে থাকা চীনা নাগরিক এটি অনেক বেশি ব্যবহার করেন। চীনা আইটি জায়ান্ট টেনসেন্ট এই অ্যাপের মালিক।

টেনসেন্ট-এর মুখপাত্র ঝ্যাং জুন বলেন, প্রতিষ্ঠানটি এই বিষয় নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

মঙ্গলবার সকালে, রসকোমনাদজর ফেইসবুক মালিকানাধীন মেসেঞ্জার, লাইন আর ভিচ্যাটও বন্ধ করে দেয়, কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশিত হয়নি।

চলতি মাসেই এক প্রতিবেদনে জানা যায়, টেনসেন্ট যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা কেন্দ্র খুলছে। চীনের শেনজেনে সদরদপ্তর রয়েছে টেনসেন্ট-এর। ক্রমেই এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে এই প্রতিষ্ঠানটি।

৩০ হাজার কোটি মার্কিন ডলারের টেনসেন্ট-কে এশিয়ার সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে উইচ্যাটের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা প্রায় ৮৯ কোটি।