২০১৬-এর শীর্ষে আইফোন ৬এস

২০১৬ সালের সবেচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের আইফোন ৬এস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 02:55 PM
Updated : 24 March 2017, 02:55 PM

নতুন এক গবেষণায় উঠে এসেছে দক্ষিণ কোরীয় ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি এস৭-কে পেছনে ফেলে তালিকায় শীর্ষে রয়েছে অ্যাপলের দেড় বছর পুরানো আইফোন ৬এস, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট ডেটা’র দেওয়া তথ্য অনুযায়ী আগের বছর বিশ্ব জুড়ে আইফোন ৬এস সরবরাহ করা হয়েছে ছয় কোটি। তবে,  বিক্রিত আইফোন ৬এস-এর আসল সংখ্যা জানায়নি প্রতিষ্ঠানটি।

আইফোন ৬এস-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে আইফোন ৭। বিশ্ব জুড়ে আইফোন ৭ সরবরাহ হয়েছে পাঁচ কোটির ওপর। আর আইফোন ৭ প্লাস সরবরাহ হয়েছে আড়াই কোটি।

২০১৬-এর সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গ্যালাক্সি এস৭ এজ। আগের বছর আড়াই কোটি এস৭ এজ সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইচএস জানায়, “অ্যাপল আবারও দেখিয়েছে যে বিক্রি বাড়াতে নতুন আইফোনে যথেষ্ট উদ্ভাবন ও নতুন ফিচার রয়েছে এবং বাজারে সাফল্য ধরে রেখেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি লম্বা সময় ধরে পুরানো ডিভাইস বিক্রি করতে পারে।”

২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে উন্মোচিত হয় আইফোন ৬এস। আর ২০১৬-এর ফেব্রুয়ারিতে উন্মোচিত হয় গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ।