প্রত্যাশা মিটলেও লাভ নেই স্কয়ার-এর

সর্বশেষ প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল এসেছে বলে জানিয়েছে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ার। নতুন নতুন সেবা আর বিশাল সংখ্যক গ্রাহক আকৃষ্ট করার চেষ্টায় এমন ফলাফল এসেছে, বুধবার নিজেদেরে আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 12:39 PM
Updated : 23 Feb 2017, 12:39 PM

মাইক্রোব্লগিং সাইট টুইটার প্রধান নির্বাহী জ্যাক ডরসি’র নেতৃত্বে থাকা স্যান ফ্রানসিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৪৫ কোটি ২০ লাখ ডলার, এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারে চার সেন্ট ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের গড় হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ৪৫ কোটি ডলার আয় আর প্রতি শেয়ারে নয় সেন্ট ক্ষতি হওয়ার আশংকা করা হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স।

এই আর্থিক প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আট শতাংশ বেড়ে যায়।

স্কয়ার-এর প্রযুক্তি মোবাইল ডিভাইসে ক্রেডিট কার্ড লেনদেনের সুযোগ দেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি বড় গ্রাহকদের আকৃষ্ট করা আর আর্থিক সফটওয়্যারের মতো নতুন নতুন ব্যবসায় প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

২০১৬ সালের শেষ প্রান্তিকটিতে প্রতিষ্ঠানটি মোট ১৩৭০ কোটি ডলার লেনদেন সম্পন্ন করেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের তুলনায় ৩৪ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা সারাহ ফ্রায়ার জানান, ছোট চেইন স্টোরগুলোর মতো বড় গ্রাহকদের কারণে ব্যবসায় অনেক বেড়েছে। চলতি মাসের শুরতে এটি খুচরা বিক্রেতাদের চাহিদা অনুযায়ী ‘উন্নত’ লেনদেন ব্যবস্থা চালু করে।

২০১৬ সালের শেষ প্রান্তিকে জ্যাক ডরসি’র টুইটারের লোকসানের পরিমাণ আগের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি মাসের শুরুতে এই আর্থিক প্রতিবেদন প্রকাশের পরদিন প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ১২ শতাংশেরও বেশি পড়ে যায়।