শুরু হল ব্র্যাকাথন-এর নিবন্ধন

৮ জানুয়ারি শুরু হয়েছে সামাজিক সমস্যা দূরীকরণ ও উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর আয়োজনে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা ‘ব্র্যাকাথন’-এর দ্বিতীয় বছরের নিবন্ধন। এই বছরের প্রতিযোগিতার স্লোগান রাখা হয়েছে ‘কোড ফর বাংলাদেশ’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2017, 02:21 PM
Updated : 8 Jan 2017, 02:21 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রযুক্তি পাতা এ আয়োজনের অন্যতম অংশীদার।

এ বিষয়ে আয়োজকরা বলেন, “ব্র্যাকাথন হচ্ছে এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে কোডাররা তাদের উদ্ভাবনী মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের দেশে বিদ্যমান সমস্যাগুলোর মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ হবেন।” ২ ফেব্রুয়ারি পর্যন্ত bracathon.brac.net ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের যে কোনো কোডার এই প্রতিযোগিতায়  রেজিস্ট্রেশন করতে পারবেন।

বাছাইকৃত প্রতিযোগীদের ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এ ১৭-১৮ ফেব্রুয়ারি ৩৬ ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিজয়ীদের নিজ নিজ অ্যাপ উন্নয়নের জন্য ছয় মাস মেয়াদী সহায়তা, পরামর্শ ও পাঁচ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিযোগীদের কাছ থেকে উঠে আসা এই অ্যাপগুলো পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োগ করা হবে।

এই আয়োজনে অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, প্ল্যান ইন্টারন্যাশনাল, বিটস এবং ব্র্যাক নেট।