পরবর্তী আইফোন হবে লাল!

সামনের বছরের শেষ দিকেই নতুন আইফোন উন্মোচন করতে পারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সেক্ষেত্রে সম্পূর্ণ নতুন আইফোন ৮-এর বদলে আইফোন ৭এস এবং ৭এস প্লাস উন্মোচনের ব্যাপারেই গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2016, 08:12 AM
Updated : 9 Dec 2016, 08:52 AM

অ্যাপলবিষয়ক নিউজের সাইট ম্যাকওতাকারা-এর বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে নতুন আইফোন হতে পারে লাল রঙয়ের। রঙ পরিবর্তন করা হলেও বাহ্যিক দিক থেকে আর কোনো পরিবর্তন আনা হবে না বলে ধারণা করা হচ্ছে।

নতুন আইফোন দেখতে আইফোন ৭ এর মতোই হবে। আর অভ্যন্তরীনভাবে এটির প্রসেসর এবং অন্যান্য হার্ডওয়্যারে পরিবর্তন আনা হতে পারে।

নতুন আইফোন ৭-এও আইফোন ৬ এবং ৬এস থেকে বাহ্যিক দিক থেকে খুব বশি পরিবর্তন আনা হয়নি। তাই নতুন আইফোন ৭এস দেখতে আইফোন ৭ এর মতো হবে তাও বলা যেতে পারে।

এর আগেও নিখুঁতভাবে রোজ গোল্ড এবং জেট ব্ল্যাক রঙ ফাঁস করেছে ম্যাকওতকারা। এর আগেও বেশ কয়েকটি লাল আইফোন এনেছে অ্যাপল। তবে, সেগুলো তৈরি করা হয়েছে এইডস সচেতনা এবং নিজস্ব অ্যাপ স্টোরের প্রচারণার জন্য।

এর আগে আইফোন ৫সি-তে গতানুগতিক রঙয়ের বাইরে বেশ কয়েকটি ভিন্ন রঙ দেখা গেছে।

আইফন ৭এস-এ খুব বেশি পরিবর্তন আনা না হলেও আইফোন ৮-এ বড় ধরনের পরিবর্তন আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।