তিন চাকা ও খোলা ছাদের বৈদ্যুতিক গাড়ি

তিন চাকা ও খোলা ছাদ বিশিষ্ট একটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করেছে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরগান মোটর।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2016, 02:22 PM
Updated : 30 Nov 2016, 02:22 PM

সিএনএন জানিয়েছে, দীর্ঘ ১০৭ বছর ধরে ‘সুনামের সঙ্গে’ ব্যবসায় করা মরগান মোটর এই গাড়ি তৈরির মাধ্যমেই প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করল। এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠানের প্রথম প্রস্তুতকৃত তিন চাকার গাড়ির কথা স্মরণ করিয়ে দেয়।

ইউকে১৯০৯ নামের মডেলটি বাজারে প্রচলিত টেসলা মডেল থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এর ব্যবহার অনেক ‘আনন্দদায়ক’ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও একে খুব বেশি শক্তিশালী করে বানানো হয়নি বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি। ছোট আকারের জন্য এতে ৭০ হর্সপাওয়ার ব্যবহার করা হয়েছে আর একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ১৫০ মাইল পর্যন্ত যেতে পারবে।

প্রতিষ্ঠানটি সবমিলিয়ে ১৯টি ইউকে১৯০৯ মডেলের গাড়ি প্রস্তুত করেছে আর এগুলো লন্ডনে বিক্রি করা হচ্ছে। গাড়িগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৫২,৫০০ ব্রিটিশ পাউন্ড, যা প্রায় টেসলার মডেল এস -এর দামের কাছাকাছি। শিশুদের জন্য মডেলটির একটি  সংস্করণ ৭,৩০০ পাউন্ডে বিক্রি করছে প্রতিষ্ঠানটি।  

বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তি খাতে মরগান মোটরস ৬০ লাখ পাউন্ড বিনিয়োগ করেছে এবং সামনে চারচাকা বিশিষ্ট গাড়ি প্রস্তুতেরও পরিকল্পনা করছে বলে জানা গেছে।