চীনে আইফোন বিপাকে অ্যাপল

আইফোন ৬ এবং ৬এস নিয়ে ‘একটি বিবেচনাযোগ্য সংখ্যক’ অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে অ্যাপলকে আহ্বান জানিয়েছে চায়না কনজিউমারস অ্যাসোসিয়েশন (সিসিএ) ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2016, 02:30 PM
Updated : 15 Nov 2016, 02:30 PM

মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গ্রাহকরা অভিযোগ জানিয়েছে আইফোন ৬ এবং ৬এস নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে এবং তা পুনরায় চালু হচ্ছে না।

রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়, আইফোন ৬-এর ব্যাটারি ৫০ থেকে ৬০ শতাংশ থাকা সত্ত্বেও এটি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আর তা চার্জে লাগিয়েও পুনরায় চালু করা যাচ্ছে না। কক্ষের স্বাভাবিক তাপমাত্রা বা ঠাণ্ডা পরিবেশেই আইফোন ৬ বন্ধ হচ্ছে বলে জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "চীনে আইফোন ৬ এবং আইফোন ৬এস সিরিজ ব্যবহারকারীর পরিমাণ বিবেচনাযোগ্য এবং যে সব মানুষ অভিযোগ করেছেন তাদের সংখ্যাও প্রচুর, চায়না কনজিউমারস অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বিষয়টি তদন্ত করতে অ্যাপলকে আহবান জানিয়েছে।"

এ বিষয়ে জানতে চাইলে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।