অ্যাপে 'প্যান্ডোরা' আনছে উবার

অনলাইন রেডিও স্টেশন প্যান্ডোরা-কে নিজেদের অ্যাপে একীভূত করছে অ্যাপভিত্তিক যাত্রীসেবাদাতা প্রতিষ্ঠান উবার। চালকরা যাতে যাত্রার সময় সহজে গান শুনতে পারেন সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানদুটি জানিয়েছে।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2016, 03:59 PM
Updated : 27 June 2016, 03:59 PM

রয়টার্স জানায়, সোমবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড-এ কার্যক্রম শুরু হয়েছে। এই দেশগুলোতে প্যান্ডোরা তাদের সেবা দিয়ে থাকে। প্রথম ছয় মাস কোনো বিজ্ঞাপণ ছাড়াই এই সেবা দেওয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের উবারের স্বক্রিয় চালক সংখ্যা সাড়ে চার লাখ। এই পদক্ষেপের মাধ্যমে প্যান্ডোরা তাদের সামনে চলে এল। 

চালক আর যাত্রীদের জন্য গান শোনার অভিজ্ঞতা ঢেলে সাজাচ্ছে উবার। ইতোমধ্যেই মিউজিক স্ট্রিমিং সেবাদাতা 'জনপ্রিয়' প্রতিষ্ঠান স্পটিফাই-এর সঙ্গে উবারের একটি চুক্তি রয়েছে। এর মাধ্যমে যাত্রীরা চলার পথে নিজেদের পছন্দমতো গান বাছাই করতে পারেন। আর প্যান্ডোরা-কে অ্যানার মাধ্যমে উবার এবার যাত্রীদের জন্য আরেকটি অপশন যোগ করতে যাচ্ছে।

উবার জানিয়েছে, ২০১৫ সালে তারা তাদের অ্যাপ ঢেলে সাজিয়েছে। এর ফলে টি এই অ্যাপে প্যান্ডোরা'র মতো থার্ডপার্টি প্রতিষ্ঠানগুলোর সেবা অন্তভূর্ক্ত করা সহজ হয়েছে।

যাত্রাপথে চালকরা যেসব গান শুনবেন, সেগুলোর তথ্য ধরে রাখা হবে বলে জানিয়েছে প্যান্ডোরা।