‘ফিলে’র আশা ছাড়লেন বিজ্ঞানীরা

স্পেস প্রোব ‘ফিলে’র সঙ্গে যোগাযোগের সব আশা ছেড়ে দিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। একটি ধূমকেতুতে অবতরণের পর বিদ্যুৎ শক্তির অভাবে বিকল হয়ে পরে প্রোবটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2016, 05:21 PM
Updated : 12 Feb 2016, 05:21 PM

ধূমকেতুতে অবতরণ পর্যন্ত সবই ঠিক ছিল ‘ফিলে’র। কিন্তু অবতরণের পর এর সৌরশক্তিনির্ভর ব্যাটারিগুলো ছায়ার মধ্যে পড়ে যায়। সরাসরি সূর্যর আলো না পাওয়ায় চার্জ হতে পারছে না ব্যাটারিগুলো। ফলে বিকল হয়ে পরে আছে ফিলে।

২০১৫ সালের জুন মাসে সূর্যর বেশ কাছাকাছি পৌঁছেছিল ধূমকেতুটি। বিজ্ঞানীরা আশা করেছিলেন হয়তো প্রোবটি আবার চালু হবে; কিন্তু সে আশায় গুড়ে বালি। এখন সেই আশা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে জার্মান অ্যারোস্পেস সেন্টার (ডিএলআর)। সংস্থাটির বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ধুলোর নিচে চাপা পরে গেছে ফিলে।

স্কাই নিউজ জানিয়েছে, ধূমকেতুটি অনেক শীতল হয়ে যাওয়ার কারণেও ফিলে আর কাজ করবে না বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

“দুর্ভাগ্যবশত, ডিএলআর ল্যান্ডার কন্ট্রোল সিস্টেমের সঙ্গে ফিলের যোগাযোগ স্থাপন করার সম্ভাবনা প্রায় শুন্যের ঘরে। আমরা আর কোনো কমান্ডও পাঠাবো না।”--বলেন ফিলে’র প্রজেক্ট ম্যানেজার স্টেফান ইউলামেক।

ফিলে এখনও বরফমুক্ত আছে বলে মনে করছেন গবেষকরা। তবে এর সোলার প্যানেলগুলোর ধুলায় ঢাকা পরে যাওয়ার কথা।