ভাঙা আইফোন ফেরত নেবে অ্যাপল

‘রিইউজ অ্যান্ড রিসাইকেল’ প্রকল্পের অংশ হিসেবে এখন ভাঙা আইফোন কিনবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল!

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 02:25 PM
Updated : 5 Feb 2016, 02:25 PM

ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সম্প্রতি নিজস্ব ‘রিইউজ অ্যান্ড রিসাইকেল’ প্রকল্পের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা তাদের ভাঙা আইফোন অ্যাপল স্টোরে ফেরত দিয়ে স্টোর ক্রেডিট পাবেন। ওই স্টোর ক্রেডিট দিয়ে পরবর্তীতে নতুন আরেকটি আইফোন কেনার সময় ছাড় পাবেন তারা।

পুরনো আইফোন স্টোর ক্রেডিটে ফেরত দিয়ে নতুন আরেকটি কম দামে কেনার সুযোগ অ্যাপল ব্যবহারকারীদের দিয়ে আসছে আগে থেকেই। তবে এখন বাটন নষ্ট থাকলে বা স্ক্রিন ভাঙা থাকলেও ওই ফোন ফেরত নেবে অ্যাপল।

সেই সঙ্গে অ্যাপল স্টোরেই আইফোনে থার্ড পার্টি স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সুযোগও দেবে অ্যাপল। ফলে আইফোনের স্ক্রিন ভাঙার ঝুঁকি আরও হ্রাস পাবে।

‘রিইউজ অ্যান্ড রিসাইকেল’ প্রকল্পের পরিসর বাড়ানোর ফলে আরও বেশি আইফোন বিক্রি করা যাবে-- অ্যাপল এমনটাই আশা করছে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট। অনেক সময় ভাঙা আইফোন ঠিক করতে দেওয়ার চেয়ে, তা ফেরত দিয়ে নতুন আইফোন কিনতে গেলে কম খরচ হতে পারে, আর এই চিন্তা থেকেই আরও বেশি আইফোন বিক্রির আশার করছে মার্কিন প্রতিষ্ঠানটি।