শস্যে কীটনাশক ছিটাতে ড্রোন

এবার কৃষিখাতে প্রবেশ করতে যাচ্ছে চীনা ড্রোননির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই। জমিতে শস্যে কীটনাশক বা কোনো ওষুধ ছিটানোর জন্য আনা নতুন এই ড্রোন প্রচলিত উপায়ের চেয়ে ‘৪০ গুণ বেশি কার্যকরী’ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2015, 11:37 AM
Updated : 28 Nov 2015, 11:37 AM

মাত্র ১২ মিনিট উড়ার ক্ষমতাসম্পন্ন এই ড্রোন চীন আর কোরিয়ায় ছাড়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আটটি রোটরযুক্ত ‘দ্যা আগ্রাস এমজি-১’ নামের এই ড্রোন প্রতিবারে শস্যে ছিটানোর জন্য ১০ কেজি তরল বহন করতে পারবে। ক্ষয়রোধী পদার্থে তৈরী ধুলা আর পানি নিরোধী এই ড্রোন ভাঁজ করা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রধান ফ্র্যাংক ওয়াং বলেন, “নতুন এই পণ্যের মাধ্যমে, আমরা দেখিয়েছি যে ডিজেআই ভোক্তাসাধারণের জন্য শুধু উড়ার অভিজ্ঞতাই দেয় না, সেই সঙ্গে উৎপাদনখাতের কার্যকারিতা বাড়ায় আর জীবনে চলার সব পথে এমন অনেক কিছুই করে।” 

ড্রোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার মার্কিন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বিক্রি হওয়া ‘ফ্যান্টম ২ ভিশন+’ নামের ক্যামেরা ড্রোনটির দাম ১১শ’ ডলার।

২০১৪ সালে মোট ৫০ কোটি ডলারের ড্রোন বিক্রি করে প্রতিষ্ঠানটি। চলতি বছর এই অর্থের পরিমাণ শতকোটিতে পৌঁছাবে বলে মনে করেছেন অনেক বিশেষজ্ঞ।