এবার হ্যাকিং আক্রান্ত ইউটিউব ফিফা

এবার হ্যাকিংয়ের শিকার হল ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের অনলাইন ফিফা তারকারা। হ্যাকাররা ইউটিউবের ৬ জন তারকা খেলোয়াড়ের আইডি হ্যাকসহ লাখ লাখ ফিফা কয়েন চুরি করেছে। সেই সঙ্গে কয়েকজন বড় খেলোয়াড়কেও খেলা থেকে বেরও করে দিয়েছে তারা।

অংকন কুমার দাশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 05:12 PM
Updated : 9 Oct 2015, 05:12 PM

ফিফা কয়েন হচ্ছে এই খেলায় ব্যবহৃত ‘ইন গেইম’ মুদ্রা।

শুরুতে ফিফার নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসকে প্ররোচিত করে গেইমারদের আসল আইডি এবং ইমেইল অ্যাড্রেস নিয়ে নিয়েছে- এমনটাই এখন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। হ্যাকিংয়ের শিকার একজন গেইমার ম্যাথিউ ক্রেইগ (নিক ম্যাথডিগেইমার) জানান, গত দুই সপ্তাহে তিনিসহ মোট ১০ জন গেইমারের আইডি হ্যাক করে হ্যাকাররা। এদের মধ্যে এনেসনগিব, ডব্লিউটুএস, নেপেন্থেজ, নিকটোয়েন্টিএইটটি, ব্যাটেসনএইটিসেভেন এবং ম্যাথডিগেইমারসহ ইউটিউব ফিফা গেমিংবিশ্বের নামকরা খেলোয়াড়রা অন্তর্ভুক্ত।

রোনাল্ডো নামের একজন খেলোয়াড়কে গেইম থেকে বের করে দেওয়া হয়েছে। ফিফা গেমটির মুদ্রায় তার মূল্য ছিল ৩৪ লাখ।

ক্রেইগ আরও বলেন যে, হ্যাকাররা ফিফার ভার্চুয়াল লিডারবোর্ড থেকে সবচেয়ে ভাল দলের গেইমারদের নির্বাচন করে। এরপরে এই হ্যাকিং কার্যক্রম চালায় তারা। হ্যাকিংয়ের শিকার আরেকজন গেইমার "নিক২৮টি" একটি ভিডিওতে বলেন, “কেউ আমার ছদ্মবেশে আমার আইডিতে ঢুকে গেইমিংয়ে অংশ নেয়।”

এ বিষয়ে সব গেইমারের কাছে ক্ষমা চেয়েছে ইএ স্পোর্টস। সেই সঙ্গে গেমারদের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে নিজের আইডি পুনরুদ্ধার করার কথা জানিয়েছেন ম্যাথিউ ক্রেইগ।