ক্ষোভ ঝাড়তে রোবটকে লাথি!

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য মানুষের দৈহিক গড়নের সঙ্গে মিল রেখে ‘হিউম্যানয়েড রোবট’ নির্মাণের ধারা বেশ জনপ্রিয়তা পেয়েছে জাপানে। এর মধ্যেই জাপানে সম্প্রতি জনৈক মাতালের আক্রমণের শিকার হয়েছে এক হিউম্যানয়েড রোবট। এই নিয়ে দুই মাসে দুই বার আক্রমণের শিকার হল নিরীহ যন্ত্রমানবগুলো।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2015, 03:23 AM
Updated : 11 Sept 2015, 03:23 AM

‘জাপান টাইমস’-এর বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড জানিয়েছে, ওই মাতাল ব্যক্তি জাপানের ইয়োকোসুকা শহরের একটি দোকানে ঢুকে রোবটটিকে লাথি মেরে বসেন। তবে রোবটটির উপর নয়, দোকানের এক কর্মচারীর ব্যবহারে ক্ষুদ্ধ হয়ে ওই কাজ করেন আনুমানিক ষাট বছর বয়সি ওই ব্যক্তি।  

ওই আকস্মিক হামলায় রোবটটি ক্ষতিগ্রস্থ হলেও সেই কর্মচারী অক্ষত আছেন বলে জানিয়েছে সাইটটি।  

লাথি খাওয়ার পর রোবটটি ধীরগতিতে চলাফেরা করছে। আর এর কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পেপার নামে পরিচিত ওই রোবটগুলো সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করতে বেশ নিরীহ চেহারা দিয়ে তৈরি করা হয়েছে। মানুষের চেহারা এবং শারীরিক অভিব্যক্তি বিশ্লেষণ করতে সক্ষম রোবটগুলো।