ইনটেলের নতুন প্রসেসর ‘স্কাইলেক’

উচ্চ-ক্ষমতাসম্পন্ন নতুন ‘স্কাইলেক’ প্রসেসর উন্মোচন করেছে কম্পিউটার চিপ নির্মাতা ইনটেল। একটি ইউএসবি স্টিকের সমান কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন বা গেইমিং পিসি পর্যন্ত বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহারের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে প্রসেসরটি।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 09:30 AM
Updated : 4 Sept 2015, 09:30 AM

জার্মানির বার্লিনে শিল্পজাত প্রযুক্তি পণ্যের প্রদর্শনী আইএফএ-তে ইনটেল এই প্রসেসর উন্মোচন করেছে বলে জানিয়েছে বিবিসি।

নতুন প্রসেসরের উন্নত পারফর্মেন্সের কারণ হিসেবে ‘স্পিড শিফট’ প্রযুক্তির কথা জানিয়েছেন ইনটেলের নির্বাহী গ্রেগরি ব্রায়ান্ট। পঞ্চম প্রজন্মের কোর প্রসেসরের তুলনায় ৬০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী স্কাইলেক। সেইসঙ্গে এই প্রসেসরে নাটকীয়ভাবে গ্রাফিক্স পারফর্মেন্সও বাড়ানো হয়েছে বলে যোগ করেন তিনি।

নতুন এই চিপটি এইচ.২৬৫ ভিডিও কোডেক চালাতে সক্ষম। এই কোডেকের মাধ্যমে ছবির মান বজায় রেখে কম ডেটা খরচে ১০৮০ পিক্সেলের চারগুণ রেজুলিউশনের ভিডিও স্ট্রিমিং করা সম্ভব।

স্কাইলেক বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার করা গেলেও ইনটেল এই প্রসেসরটির সম্ভাব্য ক্রেতা হিসেবে গেইমারদের চিহ্নিত করেছে বলে জানিয়েছে বিবিসি। পিসির বাজারের ১০ শতাংশ ক্রেতা ‘এক্সট্রিম গেইমার’। আর স্কাইলেক এদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলে আশা করছে ইনটেল।