মা হচ্ছেন মারিসা মেয়ার

চলতি বছরের ডিসেম্বরেই জমজ কন্যা শিশুর মা হতে যাচ্ছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু-এর প্রধান নির্বাহী মারিসা মেয়ার। অগাস্টের শেষ সোমবার মা হওয়ার ওই ঘোষণা দিয়েছেন তিনি।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 11:56 AM
Updated : 3 Sept 2015, 11:56 AM

মেয়ারের লেখা টাম্বলার পোস্টের বরাত দিয়ে সিনেট জানিয়েছে, তিনি নিজেই ইয়াহুর পরিচালনা পর্ষদ এবং নির্বাহী দলকে তার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন।

৪০ বছর বয়সি মারিসা মেয়ার শেষবার মা হয়েছিলেন বছর তিনেক আগে। আর প্রতিষ্ঠান হিসেবে ইয়াহু একের পর এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মাতৃত্বকালীন ছুটি কমিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন মেয়ার।

২০১২ সালে ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনেই নিজে অন্তঃসত্বা বলে ঘোষণা দিয়েছিলেন তিনি।

ইতোপূর্বে ইয়াহুতে কর্মচারীদের জন্য টেলিকমিউটিং সুবিধা বন্ধ করার ঘোষণা দিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন মেয়ার। কর্মক্ষেত্রে ব্যস্ত মা-বাবাদের সুবিধার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এই সুবিধা দিয়ে থাকে।

ওই ঘটনার কয়েক মাস পর অন্তঃসত্বা নারী কর্মচারীদের বেতনসহ আট-সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার ঘোষণা দেয় ইয়াহু। এ ছাড়া পুরুষদের ক্ষেত্রেও আট সপ্তাহ পর্যন্ত বেতনসহ ছুটি নেওয়ার ব্যবস্থা করা হয়।