অ্যাপল ছাড়লেন বিটস১ কাণ্ডারি

পদত্যাগ করেছেন অ্যাপল মিউজিকের ‘সবচেয়ে আকর্ষণীয় ফিচার’ বিটস১ রেডিওর কাণ্ডারি হিসেবে পরিচিত নির্বাহী কর্মকর্তা আয়ান রজার্স। বলা হচ্ছে, ইউরোপের একটি প্রতিষ্ঠানে যোগ দিতে অ্যাপল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 12:39 PM
Updated : 31 August 2015, 12:39 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, রজার্সের পদত্যাগের খবর নিশ্চিত করেছে অ্যাপল। রজার্সের পদত্যাগের বিটস১ রেডিওর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এক কর্মকর্তাকে হারালো প্রতিষ্ঠানটি।

আনুষ্ঠানিক যাত্রা শুরুর দুই মাসের মধ্যে মিউজিকি স্ট্রিমিং সেবার বাজারে শক্ত অবস্থান গড়ে নিয়েছে অ্যাপল মিউজিক। অ্যাপল মিউজিকের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হিসেবে পরিচিত বিটস১ রেডিওতে গান বাজান বিভিন্ন জনপ্রিয় ডিজে। আর অ্যাপল মিউজিক ব্যবহারকারীরা গানগুলো শুনতে পান যে কোনো স্থান থেকে।

২০১৪ সালে ৩৩০ কোটি ডলারের বিনিময়ে বিটস মিউজিক কিনে নিয়েছিল অ্যাপল। এরপর রজার্সের ঘাড়েই দেওয়া হয়েছিল আইটিউনস রেডিওর গুরুদায়িত্ব। পরবর্তীতে বিটস১ রেডিওর নেতৃত্বও দেন রজার্স।