অ্যান্ড্রয়েডে কমছে প্রি-ইনস্টলড অ্যাপ

অ্যান্ড্রয়েডে কমানো হচ্ছে আগে থেকে ইনস্টল করা অ্যাপের সংখ্যা। গুগল প্লাস, গুগল প্লে বুকস, গুগল নিউজস্ট্যান্ডের মতো অ্যাপগুলো এখন আর আগে থেকে ইনস্টল করা থাকবে না। ইতোমধ্যেই স্যামসাং গ্যালাক্সি নোট ৫-এ গুগল প্লাস প্রি-ইনস্টলড অ্যাপ হিসেবে ছিল না।

আজমল বশির শিহাববিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:48 AM
Updated : 28 August 2015, 03:48 AM

মার্কিন সংবাদমাধ্যম ভার্জের মতে, অ্যান্ড্রয়েড উন্মুক্ত হলেও হ্যান্ডসেট পার্টনারদের অ্যাপের জন্য প্রয়োজনীয় বাধ্যবাধকতা দিয়ে দিচ্ছে। যদি এখন এইচটিসির মতো কোনো অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান জিমেইল অ্যাপসহ কোনো স্মার্টফোন বানাতে চায়, তবে তাদেরকে সঙ্গে গুগল প্লাস আর নিউজস্ট্যান্ডও দিতে হবে।

ব্লোটওয়্যার হচ্ছে এমন কোনো সফটওয়্যার যা কাজ করার জন্য হার্ডড্রাইভ বা র‌্যামের অনেক বেশি জায়গা ব্যবহার করে।

আগে থেকে ইনস্টল করা ব্লোটওয়্যারের কারণে জায়গা বেশি ব্যবহার হওয়ার সঙ্গে ব্যবহারকারীর পছন্দের সংখ্যাও কমে যায়। এখন গুগল ব্লোটওয়্যারের সংখ্যা কমিয়ে আনলে, নির্মাতারা তাদের পছন্দমতো অ্যাপ স্মার্টফোনে আগে থেকে ইনস্টল করে দিতে পারবে।

আগে থেকে ইনস্টল করা না থাকলেও ব্যবহারকারীরা চাইলে গুগল প্লে স্টোর থেকে তাদের পছন্দমতো গুগল প্লাস বা গুগল নিউজস্ট্যান্ডের মতো অ্যাপগুলো ডাউনলোড করে নিতে পারবেন।