ড্রোনে চড়ে মাদক আর পর্ন যাচ্ছিল জেলে!

সেক্স টয়-এর সঙ্গে কণ্ঠস্বর এবং কথা বলার ক্ষমতা যোগ করার পর পশ্চিম মিডিয়া সরস মন্তব্যে বলেছিল, ‘এতোদিনে মূলধারায় এল কৃত্রিম বুদ্ধিমত্তা’! সম্ভবত একই ধরনের মন্তব্য পাওয়া যাবে এবার ড্রোন বিষয়ে। কারাগারে মাদক এবং পর্ন সরবরাহের সন্দেহে আটক করা হয়েছে দুইজন ব্যক্তিকে। কারাগার কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, ড্রোন ব্যবহার করে এগুলো মেরিল্যান্ড কারাগারে সরবরাহের চেষ্টা করা হচ্ছিল।

শরীফুল হক আনন্দবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 01:06 PM
Updated : 26 August 2015, 01:06 PM

ওয়াশিংটন মেরিল্যান্ডে কাম্বারল্যান্ড প্রাদেশিক কারাগারের সামনে আটককৃত ব্যক্তিরা ড্রোন এবং হ্যান্ডগান নিয়ে ঘোরাফেরা করছিলেন। পরবর্তীতে কারাগারেরই এক ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় তাদের সরবরাহকৃত নিষিদ্ধ বস্তুগুলো।

শুধু মেরিল্যান্ডেই এটা প্রথম নয়। ওহাইও এবং সাউথ ক্যারোলাইনাতেও একইভাবে নিষিদ্ধ জিনিস সরবরাহের চেষ্টা করা হয়েছে।

কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা ফাঁকি দিয়ে একটি ইউনেক টাইফুন ড্রোন ব্যবহার করে কৃত্রিম গাঁজা এবং পর্নোগ্রাফিক ডিভিডি পাঠানোর চেষ্টা করেছিল দুই ব্যক্তি, বিস্তারিত জানান কারাগার কর্তৃপক্ষ।

দু’জনকে আটক করা হলেও এক ব্যক্তিকে ইতিমধ্যে আড়াই লাখ ডলারের মাধ্যমে জামিন করানো হয়েছে, অন্যজন রয়েছেন কারাগারেই। যে কারাবন্দীর সেলে ডিভিডি এবং মাদক পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।