কয়েক ঘন্টায় শেষ ‘ফ্রি’ গ্যালাক্সি স্মার্টফোন!

আইফোন ব্যবহারকারীদের বিনা খরচে ৩০ দিনের জন্য গ্যালাক্সি এস৬ এজপ্লাস এবং গ্যালাক্সি নোট ৫ ব্যবহারের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছিল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নাকি শেষ হয়ে গেছে ওই ‘ফ্রি ট্রায়াল’ প্রোগ্রামের জন্য বরাদ্দকৃত স্মার্টফোনের মজুদ।

নাইব মুহাম্মদ রিদোয়ানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2015, 09:55 AM
Updated : 22 August 2015, 09:55 AM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ওই ‘ফ্রি ট্রায়াল’ অফারটি ব্যাপকভাবে সফল হয়েছে বলে দাবি করছে স্যামসাং।

অগাস্ট মাসের তৃতীয় শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২ টা ১ মিনিটে আইফোন ব্যবহারকারীদের জন্য ৩০ দিনের ‘ফ্রি ট্রায়াল’ অফার দিয়েছিল স্যামসাং। স্যামসাংয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সিনেট জানিয়েছে, ফ্রি ভয়েস, টেক্সট এবং ডেটা প্ল্যানের অফার সম্বলিত স্মার্টফোনগুলোর মজুদ কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়।  

এই অবস্থায় গ্রাহকদের ‘ফ্রি ট্রায়াল’ অফারে আরও নতুন ফোন দেওয়া হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

অন্যদিকে সিনেট জানিয়েছে, ওই ‘ফ্রি ট্রায়াল’ প্রোগ্রামের জন্য ঠিক কতগুলো স্মার্টফোন বরাদ্দ করা হয়েছিল, সে ব্যাপারে প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট প্রতিষ্ঠানটির কাছ থেকে।