ফ্রি ইন্টারনেট সেবা দিতে তিন প্রতিষ্ঠানের জোট

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন প্রকল্প নিয়ে জোট বেঁধে মাঠে নামছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি, ইউরোপীয় ব্রাউজার নির্মাতা অপেরা সফটওয়্যার এবং শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীদের সহজে ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করে তোলা ও এর মাধ্যমে উপকৃত করার লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী প্রচারণা চালাবে এই তিন প্রতিষ্ঠানের জোট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 08:08 AM
Updated : 1 August 2015, 08:08 AM

এক সংবাদবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, রবি এখানেই ডটকমের ওয়েব পাসের সহায়তায় দুই লাখ গ্রাহককে মোবাইলে বিনামূল্যে ডেটা ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা মোবাইলে অপেরা মিনি ব্রাউজার থেকে ওয়েব পাস অফার লিংকে ক্লিক করেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

রবি গ্রাহকরা তাদের মোবাইল ফোনে অপেরা মিনি ব্রাউজার থেকে ‘ফ্রি ইন্টারনেট কুপন’ আইকনে ক্লিক করলে একটি অ্যাক্টিভেশন পেইজ ওপেন হবে। যেখান থেকে এখানেই ফ্রি ব্রাউজিং পাসের মাধ্যমে প্রতিদিন তারা ৫ মেগাবাইট পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ফ্রি পাসের মাধ্যমে গ্রাহকরা স্ট্রিমিং করে কোনো অডিও বা ভিডিও চালাতে পারবেন না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।