নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 11:00 AM
Updated : 11 Sept 2017, 11:00 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

২০১৭ সালের জুন পর্যন্ত ১২ মাসের জন্য কোম্পানিটি এই লভ্যাংশ দেবে । এর ফলে একজন বিনিয়োগকারী প্রতি শেয়ারে ২ টাকা এবং প্রতি ৫টি শেয়ারের জন্য একটি নতুন শেয়ার পাবে ।

সোমবার শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয় ।

১২ মাসে পাট খাতের কোম্পানি নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯১ টাকা ০৩ পয়সায়।

২৮ সেপ্টেম্বর নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির লভ্যাংশের রেকর্ডের দিন ধরা হয়েছে; ২২ অক্টোবর রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হবে।