পুঁজিবাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বাড়লেও লেনেদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2016, 10:37 AM
Updated : 23 June 2016, 10:37 AM

বৃহস্পতিবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে।

৩১১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে ডিএসইতে, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩২ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৬০ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে বৃহস্পতিবার লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৯ দশমিক ৩১ শতাংশ কমে ২৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।