শুধুই শিরোপায় চোখ আর্জেন্টিনার

ফাইনালের প্রতিপক্ষ চিলির শক্তিমত্তা, খেলার ধরন আর স্বাগতিক দর্শকদের সমর্থনের কথা না ভেবে শিরোপা জয়ের দিকে নজর আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 10:02 AM
Updated : 4 July 2015, 10:02 AM

কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা তাদের আসল রূপটা দেখাতে পারেনি। লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, আনহেল দি মারিয়ারা অনেকটাই ম্লান হয়ে ছিলেন। তবে সেমি-ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে জ্বলে ওঠেন সবাই। 
 
প্রতিপক্ষকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। গোল না পেলেও দলের সবচেয়ে বড় তারকা মেসি সতীর্থদের চারটি গোলে অবদান রাখেন। দলের এই মানসিকতায় খুশি মার্তিনো।
 
চিলির মানুষ আর্জেন্টিনা দলকে বেশ সমীহ করেছে। এতে দারুণ খুশি আর্জেন্টিনা কোচ। তবে ফাইনালে গ্যালারিতে স্বাগতিক দর্শকদের আচরণ এমন থাকবে না বলেই মনে করেন অনেকে। মার্তিনো অবশ্য এটা নিয়ে ভাবছেন না। 
 
“এটা ফুটবল। আমাদের বলের (দখল) নিয়ে খেলতে হবে এবং ম্যাচটি জয়ের চেষ্টা করতে হবে।”
 

এই টুর্নামেন্টে প্যারাগুয়ে, উরুগুয়ে, জ্যামাইকা আর কলম্বিয়ার মতো রক্ষণাত্মক দলকে মোকাবেলা করে এসেছে আর্জেন্টিনা। তবে চিলি আক্রমণাত্মক ফুটবল খেলবে বলেই বিশ্বাস করেন মার্তিনো। 
“তাদের পক্ষে খেলার ধরন পরিবর্তন করা কঠিন। …চিলি সব সময়ের মতো একইরকম থাকবে।”
সান্তিয়াগোতে আর্জেন্টিনা-চিলি ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়।