ব্রাদার্সকে হারিয়ে শিরোপা দৌড়ে শেখ রাসেল

ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েই প্রিমিয়ার লিগের চলতি মৌসুম শুরু করেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয় লেগেও ব্রাদার্সকে হারিয়ে শিরোপা জেতার ভালো সম্ভাবনা বাঁচিয়ে রাখল দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 05:47 PM
Updated : 3 July 2015, 05:47 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সের বিপক্ষে শেখ রাসেলের জয়টি ৩-১ গোলে। প্রথম লেগের মুখোমুখি লড়াইয়ে ২-১ গোলে জিতেছিল হেমন্তরা।
 
২৭তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলের বাড়ানো বল থেকে গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ৫৬তম মিনিটে ক্যামেরুনের  মিডফিল্ডার জ্যান জে ইকাঙ্গার গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
 
৬৪তম মিনিটে কেস্টারের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাদার্স। কিন্তু ৮৯তম মিনিটে ইকাঙ্গা ব্যক্তিগত দ্বিতীয় গোল করে শেখ রাসেলের জয় নিশ্চিত করেন।
 
এ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শেখ রাসেল। সমান ২৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহামেডান দ্বিতীয় এবং আবাহনী তৃতীয় স্থানে আছে। শীর্ষে থাকা শেখ জামালের পয়েন্ট ২৭।
 
এই হারে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছে ব্রাদার্স। ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা।