বিশ্বকাপের ঋণ শুধতে চান আগুয়েরো

বিশ্বকাপের ঋণ কোপা আমেরিকায় শুধতে চাইছেন সের্হিও আগুয়েরো। চোটের কারণে বিশ্বকাপে নিজের আসল রূপটা মেলে ধরতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড। চিলির বিপক্ষে ফাইনালে এর দায়মোচন করতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2015, 02:15 PM
Updated : 3 July 2015, 02:15 PM

ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন আগুয়েরো। কিন্তু দলের জন্য তেমন কোনো অবদান রাখতে পারেননি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। ১-০ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার।

বড় কোনো শিরোপা জয়ের ২২ বছরের খরা কাটানোর মিশন নিয়ে এবারের কোপা আমেরিকা খেলতে এসেছে আর্জেন্টিনা। দেশের মানুষের এই স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে চান আগুয়েরো।

“এখন আমি ভালো বোধ করছি। ভালো অবস্থায় (এখানে) এসেছি আমি এবং কোপায় একটি ঋণ শোধ করতে চাই। জার্মানির বিপক্ষে (বিশ্বকাপের) ফাইনাল আমাদের সবসময়ই তিক্ত স্বাদ দেবে। কিন্তু কোপা জয় আমাদের অনেক আনন্দ দিতে পারে।”

এবারের কোপা আমেরিকায় ভালোও খেলছেন আগুয়েরো। তিন গোল নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা তিনিই। চিলির এদুয়ার্দো ভারগাস চার গোল করে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

সান্তিয়াগোতে স্বাগতিক চিলির বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ২টায়।