আবাহনীর কষ্টের জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে কষ্টের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সানডে চিজোবার জোড়া গোলে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2015, 04:48 PM
Updated : 28 June 2015, 04:48 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের দ্বিতীয় ম্যাচে পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় আবাহনী। চিজোবার পাস ধরে গোলটি করেন ঘানার ফরোয়ার্ড মরিসন।
 
চার মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন চিজোবা। মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদের বাড়ানো বল ধরে গোলটি করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
 
৩৫তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে রহমতগঞ্জ। মিডফিল্ডার মো. সোহেল আচমকা বাঁ পায়ের শটে বল জালে জড়ান। 
 
পাঁচ মিনিট পরেই ফের ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। চিজোবাকে ডি বক্সের মধ্যে রহমতগঞ্জের ডিফেন্ডার সুমন দে ফাউল করলে পেনাল্টি পায় আবাহনী। তা থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন চিজোবা।
 
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে নুরুল আবসারের গোলে রহমতগঞ্জ আবারও ব্যবধান কমালে জমে ওঠে লড়াই। মিডফিল্ডার দিদারুল আলমকে ডি বক্সের মধ্যে আবাহনী ডিফেন্ডার মামুন মিয়া ফাউল করলে পেনাল্টি পায় রহমতগঞ্জ। তা থেকেই স্কোর ৩-২ করেন নুরুল। 
 
৮৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আতিকুর রহমান ফাহাদ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি রহমতগঞ্জ।
 
এই জয়ে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আবাহনী। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রহমতগঞ্জ।