দীর্ঘতম ফুটবল ম্যাচের বিশ্ব রেকর্ড!

ইংল্যান্ডের সাউথ্যাম্পটনের ফুটবলাররা সবচেয়ে বেশি সময় ধরে চলা ফুটবল ম্যাচের বিশ্ব রেকর্ড গড়েছেন। সাউথ্যাম্পটনের মাঠ সেন্ট ম্যারিতে হওয়া ‘চ্যারিটি’ ম্যাচটির স্থায়ীত্ব ছিল ১০২ ঘণ্টা!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2015, 03:05 PM
Updated : 5 June 2015, 03:37 PM

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচটিতে মোট ১ হাজার ৫০০টি গোল হয়। সাউথ্যাম্পটনের একটি সাহায্য সংস্থা টেস্টল্যান্ডস সাপোর্ট প্রজেক্টের ৩৬ জন খেলোয়াড়ের অংশ নেওয়া রেকর্ড গড়া এই ম্যাচ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে। 
 
খাওয়া, শারীরিক পরিচর্যা এবং ঘুমানোর জন্যে পালাক্রমে বিরতি নিয়েছিলেন খেলোয়াড়েরা। ফিজিওথেরাপিও নিতে হয় খেলোয়াড়দের।
 

দুই দলে খেলেন ১৮ জন করে খেলোয়াড়। এই ১৮ জনকেই ঘুরিয়ে ফিরিয়ে চার দিনের বেশি সময় খেলাতে হয়। মাঠে কোনো সময় কোনো দলের খেলোয়াড় সংখ্যা আটজনের কম হয়ে গেলেই রেকর্ডটা আর হতো না। খেলোয়াড়দের তাই খুব কম বিশ্রাম নিয়েই খেলতে হয়। এমনকি একসময় সারা রাত টানা বৃষ্টির মধ্যেও তাদের খেলা চালিয়ে যেতে হয়।
দীর্ঘ সময়ের ম্যাচের আগের রেকর্ডটি ছিল ১০১ ঘণ্টার। ২০১৩ সালের মে মাসে স্ট্রিটফোর্ড উচ্চ বিদ্যালয়ে স্টকপোর্ট অ্যালবিওন ও ম্যানচেস্টার রোভার্সের মধ্যে ম্যাচটি হয়েছিল।