কঠিন এক ফাইনালের অপেক্ষা এনরিকের

ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি কঠিন হবে বলেই মনে করছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2015, 10:59 AM
Updated : 1 June 2015, 10:59 AM

উয়েফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউভেন্তুস আর নিজের কোচিং ক্যারিয়ারের কিছু অভিজ্ঞতার বিষয় সম্পর্কেও কথা বলেন স্পেন ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডার।

বার্লিনে আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রতিপক্ষ ইউভেন্তুসকে কিছুটা হলেও জানেন বলে উল্লেখ করেন এনরিকে।

"আমি ভাগ্যবান যে, তিন মৌসুম আগে রোমার কোচ ছিলাম। আন্তোনিও কোন্তের ইউভেন্তুসকে সাম্প্রতিক বছরগুলো আমি দেখেছি। দলটি কঠিন পরিশ্রম করে এবং ভালো ফুটবল খেলে।"

বার্সেলোনা যেমন বল দখলের ফুটবল খেলে, ইউভেন্তুসকেও সেরকম দল বলেই মনে করেন এনরিকে। ইউভেন্তুস প্রতিআক্রমণাত্মক ফুটবলও খেলে বলে জানান তিনি। তবে ফাইনালে মূলত দুই দলের বল দখলের লড়াইটাই বেশি হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।