মেয়েদের হ্যান্ডবল লিগ শুরু রোববার

মেয়েদের হ্যান্ডবল লিগ আগামী রোববার শুরু হচ্ছে। এবারের আসরে খেলবে মোট ১০টি দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 01:08 PM
Updated : 30 May 2015, 01:08 PM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিলনায়তনে শনিবার সাংবাদিকদের আয়োজকরা জানায়, ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।
 
‘এ’ গ্রুপে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, গফুর বেলুচ স্মৃতি সংসদ, ঊষা ক্রীড়া চক্র ও ভিকারুননিসা স্পোর্টিং ক্লাব। 
 
ঢাকা মেরিনার্স ইয়াংস, আর এন স্পোর্টস হোম, যাত্রাবাড়ি ক্রীড়া চক্র, মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ও ফ্লেইম গার্লস ক্লাব-এই পাঁচ দল নিয়ে ‘বি’ গ্রুপ।
 
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, এই আসর আয়োজনের পুরো সাড়ে ছয় লাখ টাকা দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
 
চ্যাম্পিয়ন দল ২০ হাজার, রানার্সআপ ১০ হাজার এবং অংশ নেয়ার জন্য বাকি দলগুলো ৫ হাজার টাকা করে পাবে বলে জানায় সংস্থাটি।