জুনিয়র অ্যাথলেটিক্সে সেরা বিকেএসপি

জুনিয়র অ্যাথলেটিক্সের ৩১তম আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অ্যাথলেটরা। ২২টি স্বর্ণ, আটটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ মিলিয়ে ৩২টি পদক জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2015, 08:17 PM
Updated : 23 May 2015, 08:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনের ইভেন্টগুলোতেও আধিপত্য করে বিকেএসপির অ্যাথলেটরা। 
 
চূড়ান্ত পদক তালিকায় বিকেএসপির পর আছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা; দুটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ মিলিয়ে ১৯টি পদক জিতেছে তারা।
 
কিশোরদের ১০০ মিটার দৌড়ে বিকেএসপির সাইফুল ইসলাম খান ১০.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন রেকর্ড গড়েন; আগের রেকর্ডটি ছিল ১০.৮৫ সেকেন্ডর। মেয়েদের এই বিভাগে ১৩.৩৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে সেরা হয়েছেন একই প্রতিষ্ঠানের তামান্না সরকার।
 
৪০০ মিটারে রেকর্ড গড়েছেন শেখ আশরাফুজ্জামান; ৫০.৭১ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড (৫১.৩৪ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন বিকেএসপির এই অ্যাথলেট।
 
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আব্দুল আলীম ৫৪.১২ মিটার দূরে বর্শা ছুড়ে আগের (৫৩.৬১ মিটার) রেকর্ড ভেঙেছেন।