রিয়ালে আনচেলত্তির জায়গায় বেনিতেস?

গুঞ্জন শোনা যাচ্ছে, কার্লো আনচেলত্তি চলে গেলে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন নাপোলির কোচ রাফায়েল বেনিতেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2015, 09:33 AM
Updated : 22 May 2015, 09:33 AM

শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে গেতাফের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে দলের শেষ ম্যাচের পরই আনচেলত্তির সঙ্গে ক্লাবটির দুই মৌসুমের সম্পর্ক ছিন্ন হতে পারে বলে ধারণা অনেকের। 
 
রিয়ালের দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বের্নাবেউকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের আনন্দে ভাসান ইতালির কোচ আনচেলত্তি। কিন্তু তারকায় ঠাসা রিয়াল এ মৌসুমে বড় কোনো শিরোপা জিততে ব্যর্থ হয়।
 
বিবিসির খবর অনুযায়ী, নাপোলির স্প্যানিশ কোচ বেনিতেসের সঙ্গে রিয়াল মাদ্রিদের আলোচনা চলছে। নাপোলির সঙ্গে ৫৫ বছর বয়সী বেনিতেসের চুক্তি আগামী মাসেই শেষ হওয়ার কথা। 
 
লিভারপুল ও চেলসির সাবেক কোচ বেনিতেসের সঙ্গে ওয়েস্ট হ্যামও যোগাযোগ করেছে বলে জানায় বিবিসি।
 
বের্নাবেউতে বেনিতেস আগন্তুক নন। ২০০৪-০৫ মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো বেনিতেস তার কোচিং ক্যারিয়ার শুরুই করেছিলেন রিয়ালের ‘বি’ দল দিয়ে। এরপর তিনি ভায়াদলিদ, ওসাসুনা, এক্সত্রেমাদুরা, তেনেরিফে, ভালেন্সিয়া ও ইন্টার মিলানের কোচের দায়িত্বও পালন করেন। 
 
২০১৩ সালে নাপোলির দায়িত্ব নেওয়া বেনিতেস ইতালির ক্লাবটিকে কাপ শিরোপা জেতান।