বার্সার কাছে আতলেতিকো ম্যাচ ‘ফাইনাল’

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিততে চায় বার্সেলোনা। লা লিগার ম্যাচটিকে তাই ‘ফাইনাল’ বলে উল্লেখ করেছেন দলটির কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2015, 10:38 AM
Updated : 17 May 2015, 10:42 AM

আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে রোববার বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
 
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “এটা ফাইনাল, এটা লিগ শিরোপা জয়ের সুযোগ দিচ্ছে আমাদের।”
 
লা লিগার ৩৬ রাউন্ড শেষে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬। আর ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো। 
 
আতলেতিকোর বিপক্ষে জিতলেই শিরোপা জিতে বাড়ি ফিরবে বার্সেলোনা। এই সুযোগ তারা হাতছাড়া করতে চায় না। 
 
তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করার লড়াইয়ে থাকা আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বলেও মানছেন এনরিকে। 
 
“এটা উন্মুক্ত ও রোমাঞ্চকর একটি ম্যাচ হবে।”