মেসিকে ছাড়িয়ে রেকর্ড রোনালদোর

ইউভেন্তুসের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও লিওনেল মেসিকে ছাড়িয়ে একটি রেকর্ড ঠিকই গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে গোলদাতাদের তালিকার শীর্ষে উঠেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 09:47 AM
Updated : 6 May 2015, 09:50 AM

প্রতিযোগিতার শেষ চারের প্রথম লেগে ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২-১ গোলে হারে রিয়াল।

নবম মিনিটেই আলভারো মোরাতার গোলে পিছিয়ে পড়ার পর ২৭তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। হামেস রদ্রিগেসের আড়াআড়ি উঁচু করে বাড়ানো বলে ছোট ডি বক্সের মধ্যে হেড করে রেকর্ড গড়া গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি'অর জয়ী।

ইউরোপের সেরা এই ক্লাব টুর্নামেন্টে রোনালদোর গোলসংখ্যা এখন ৭৬টি। মোট ১১৪ ম্যাচ খেলে এই গোলগুলো করেন তিনি। ম্যাচ শুরুর আগে সমান ৭৫ গোল নিয়ে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

এবারের আসরে রোনালদোর এটা নবম গোল, আর সব ধরনের প্রতিযোগিতা মিলে পুরো মৌসুমে এটা তার ৫৪তম গোল।

শেষ পর্যন্ত কার্লোস তেভেসের পেনাল্টি গোলে হেরে গেলেও রোনালদোর সুবাদে মূল্যবান 'অ্যাওয়ে গোল' পেয়েছে রিয়াল। ফলে ফিরতি লেগে ন্যূনতম ১-০ গোলে জিতলেই ফাইনালে উঠবে বর্তমান চ্যাম্পিয়না।   

রোনালদোকে ধরার বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মেসির। ফাইনালের ওঠার লড়াইয়ের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে বুধবার খেলবে বার্সেলোনা।